Sunday, April 13, 2025
Google search engine
Homeখেলার খবরআমবাসায় অনুষ্ঠিত ধলাই এস.পি এবং জেআরসি-র বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ।

আমবাসায় অনুষ্ঠিত ধলাই এস.পি এবং জেআরসি-র বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ।

আগরতলা,, ৩১ জানুয়ারি,,

আবারও জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার আমবাসার দশমীঘাট গ্রাউন্ডে জেআরসি দল প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় ধলাই এস.পি একাদশের সঙ্গে। টসে জয়লাভ করে ধলাই এস.পি একাদশের অধিনায়ক মানবেন্দ্র চৌধুরী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ধলাই এস.পি ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা সীমিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৩৮ রান। ব্যাট হাতে সুব্রত সরকারের অপরাজিত ৬৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, বাকি ব্যাটসম্যানরাও চেষ্টা করেন স্কোরবোর্ডে রান সংগ্রহ করার জন্য। জে আর সি-র হয়ে অধিনায়ক অভিষেক দে ২১ রানে এবং অঙ্কিত কুমার ২৫ রানে দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচ শুরুর প্রথম দুই বলে নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যানকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়ে অভিষেক দে দারুন চমক দিয়েছিল। এছাড়া, বিশ্বজিৎ দেবনাথ, মনোজিৎ দাস ও সায়ন দাস প্রত্যেককে একটি করে উইকেট পেয়েছে। জয়ের জন্য জে আর সি-র সামনে টার্গেট দাঁড়ায় ১৩৯ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাংবাদিক বিনোদন ক্লাবের ক্রিকেটাররা সাবলীল গতিতে রান সংগ্রহ করতে থাকেন। শেষ পর্যায়ে টানটান উত্তেজনা পূর্ণ পরিস্থিতিতে অন্তিম বল পর্যন্ত খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌ শেষ তিন বলে জয়ের জন্য ১৮ রানের প্রয়োজন, এমন অবস্থায় জেআরসির ব্যাটার্সরা কর্তৃত্বপুর্ণ জয় তুলে নেয়। প্রকৃত অর্থে জয় যেন ক্রিকেটেরই হয়েছে। ‌ জেআরসি-র পক্ষে সুকান্ত সাহার অপরাজিত ৪০ রান, মনোজিৎ দাসের ৩৭ রান এবং প্রসেনজিৎ সাহার ৩২ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। ‌ ধলাই এসপি দলের প্রনয় সিনহা ও উদয়ন দাস দুটি করে এবং তন্ময় দে, বিশ্বজিৎ চক্রবর্তী ও ধনেশ দেববর্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রীতি ম্যাচে ধলাই এস.পি ক্রিকেট টিম-এর মানবেন্দ্র, জয়ন্ত, বিশ্বজিৎ, মিঠুন, ধনেশ, বিকাশ, প্রণয়, তন্ময়, সুব্রত, উদয়ন, নন্দন যেমন খেলেছেন, তেমনি দারুন পারফরম্যান্সের পরিচয় দিয়েছেন জেআরসি-র অভিষেক, সুব্রত, বিশ্বজিৎ, বাপন, দিব্যেন্দু, মিলটন, মনোজিৎ, প্রসেনজিৎ, অঙ্কিত, সায়ন, সুকান্ত, অনির্বাণ, রাজেশ প্রত্যেকে। আম্পায়ারের ভূমিকায় ম্যাচ পরিচালনায় ছিলেন রাজেশ সূত্রধর ও সুদীপ দাশগুপ্ত। ম্যাচের পর হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ম্যান অব দ্যা ম্যাচের খেতাব হিসেবে সুকান্ত সাহার হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত এসডিপিও নিরুপম দত্ত, অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র চৌধুরী, ওসি আমবাসা পিএস নন্দন দাস, ডিএসপি সাবির আহমেদ, ডিএসপি শ্রীমতি অলিভিয়া দেববর্মা, ওসি বিশ্বজিৎ দাস, এসআই প্রকৃত জমাতিয়া, জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি তুলে দেন। খেলা শুরুতে এক বিশেষ অনুষ্ঠানে এসপি ধলাই মিহির লাল দাস, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক পরাশর বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। দিনটি এক দারুণ পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করলেন দুই দলের সদস্যরা। সংক্ষিপ্ত বক্তৃতায় এসপি ধলাই মিহির লাল দাস এবং জেআরসি-র সম্পাদক অভিষেক দে, ‌এমন ম্যাচ যাতে আগামীতে আরও হয় তার প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments