প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ অক্টোবর,,
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার মাদক সহ ১ যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। ধৃত যুবকের নাম দেবজিৎ ভৌমিক (৩৬)। তার বাড়ি আমতলী থানাধীন সীমান্ত সংলগ্ন ফুলতুলী নয়া পাড়াতে। সোমবার ভোররাত ৩ টা নাগাদ আমতলী মহকুমা পুলিশ আধিকারিক শংকর দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৬ কেজি শুকনো গাজা উদ্ধার হয়েছে। এসব মাদক সামগ্রীর বাজার মূল্য ৪২ থেকে ৪৫ লক্ষ টাকা বলে পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার জানিয়েছেন। পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে দেবজিৎ ভৌমিককে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করে।
Recent Comments