প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৩ এপ্রিল,,
গোপন খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো আমতলী থানার পুলিশ। ধৃত যুবকের নাম ঝুটন মিয়া। সোমবার রাতে সূর্যমনিনগর স্থিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঝুটন মিয়াকে পুলিশ আটক করে। তার কাছে তিনটি পাউচে এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।
আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ বলেন ঝুটন মিয়া ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল। পুলিশের অভিযানে সে ধরা পড়লেও খদ্দের পালিয়ে যায়। পুলিশ ঝুটন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা যায়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
Recent Comments