আগরতলা,, ১৫ জুন,,
সিসিআরটি পরিচালিত কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলার্শিপ এর অন্তর্গত আবৃত্তিতে এবছর (২০২৩-২৪) জাতীয় বৃত্তি লাভ করেছে রাজ্যের ছেলে কাঙ্খিত রায়। অধ্যাপক ড: কিশোর রায় এবং রশ্মিতা সাহার পুত্র কাঙ্খিত বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। কাঙ্খিতর আবৃত্তিতে হাতেখড়ি রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী মৃণাল দেবনাথ মহোদয়ের কাছে। তাঁর কাছেই এখনো তার প্রশিক্ষণ চলছে। কাঙ্খিত ন্যাশনাল স্কুল অফ ড্রামা সহ বিভিন্ন সংস্থা আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় বরাবরই ভালো ফলাফল করে আসছে। তার এই সাফল্যে আবৃত্তিনীড় প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহল আনন্দিত এবং গর্বিত রয়েছে।
আবৃত্তিতে কাঙ্খিতর জাতীয় বৃত্তি লাভ।
RELATED ARTICLES
Recent Comments