Sunday, December 22, 2024
Google search engine
Homeত্রিপুরার দর্শনীয় স্থানআন্তর্জাতিক নারী দিবসে শহীদ পরিবারের নারীদের সম্মান জানালো সিআরপিএফ।

আন্তর্জাতিক নারী দিবসে শহীদ পরিবারের নারীদের সম্মান জানালো সিআরপিএফ।

আগরতলা,, ১০ মার্চ ,, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিআরপিএফ শহীদ পরিবারের মহিলাদের সম্মান জানালো আগরতলা শালবাগান স্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টার। শহীদ সিআরপিএফ পরিবারের বীর মহিলাদের সম্মাননা জানানোর পাশাপাশি তাদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। ৮ মার্চ সিআরপিএফ গ্রুপ সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজি দর্শন লাল গোলা।

দেশের সার্বভৌমত্ব ও শান্তি বজায় রাখার জন্য জীবন উৎসর্গকারী সিআরপিএফ শহীদদের শোকাহত পরিবার/পরিজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজিপি দর্শন লাল গোলা বিভিন্ন সমস্যা এবং প্রতিরোধের বিষয়ে সিআরপিএফ-এর সাহসী মহিলাদের সম্বোধন করেন। আই জি সাহেব বলেন” এই দিনে আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা সাহসী এবং অনুপ্রেরণাদায়ী মহিলাদের জন্য প্রশংসা এবং কৃতজ্ঞতার টোকেন বিতরণ করেছি, যারা প্রতিবন্ধকতা ভেঙ্গে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে চলেছে।” উপহারগুলি তাদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং সংকল্পের জন্য আমাদের গভীর শ্রদ্ধা এবং প্রশংসার প্রতীক হিসাবে কাজ করে। অনুষ্ঠান চলাকালীন, সিআরপিএফ শহীদদের শোকাহত পরিবার/স্বজনদের উপহার দেওয়া হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments