সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৯ মার্চ,,
শনিবার সকালে ফের দুই মাদক পাচারকারিকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫ কেজি শুকনো গাজা । ধৃত দুইজনের নাম বিক্কি কুমার(২৩) এবং সনু কুমার (১৯)। তাদের বাড়ি বিহারে। জি আর পি থানার পুলিশের বিবরণ শনিবার সকালে তারা বহিরাজ্যের রেল ধরে বাইরে পারি দেওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে গিয়েছিল। তাদের গতিবিধি দেখে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফের সন্দেহ হয়। তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫ কেজি শুকনো গাজা। রেল পুলিশের দাবি তারা গাঁজা পাচারকারী এবং ত্রিপুরা থেকে বিহারে গাঁজা পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আগরতলা জি আর পি থানার পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments