প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ নভেম্বর,,
বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের ১৮ টি রেল স্টেশনে উদ্বোধন করা হয় প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্র । দেশের ১৮ টি রেলস্টেশনের মধ্যে ১ টি রয়েছে আগরতলা রেল স্টেশন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য। সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেটের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রে জনসাধারণ সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ কিনতে পারেন। আগরতলা রেল স্টেশনে এই ঔষধ কেন্দ্রের সুবিধা চালু হওয়ায় যাত্রী সাধারণ, রেল কর্মী তোমার আশেপাশের লোকজন উপকৃত হবেন।
Recent Comments