প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ মে,,
শনিবার ফের আগরতলা রেল স্টেশনে ৮ বাংলাদেশি মহিলা সহ এক আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউটকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। সকাল ৮টায় আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়। তারা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং রেলপথে মুম্বাই এবং পুনে যেতে চেয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি।ধৃত ইন্ডিয়ান টাউট-র নাম সেন্টু কুমার দেব (৫৯)। তার বাড়ি মধ্য বক্সনগর এলাকায়। তার সাথে মোট ৮জন বাংলাদেশী মহিলা এবং যুবতীকে আটক করা হয়েছে । জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতে হাজির করেন।
Recent Comments