আগরতলা,, ১ অক্টোবর,,,
প্রধানমন্ত্রীর আহবানে রবিবার গোটা দেশ এবং রাজ্যের সাথে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান করল ৬ই আগরতলা বিজেপি মন্ডল কমিটি। এদিন ৬ আগরতলার জিবি হাসপাতাল, নন্দনগরে বিভিন্ন স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানের সামনে স্বচ্ছতা অভিযান করেন দলের কর্মীবৃন্দ। ৬ আগরতলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর জয়া ধানুক, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম চেয়ারম্যান বিজেপির প্রদেশ সম্পাদক জসীম উদ্দিন, ৬ আগরতলা মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মন্ডলের সংখ্যালঘু নেতা মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বুথ সভাপতি রাজেশ চক্রবর্তী সহ আনন্যরা।
Recent Comments