আগরতলা, ৯ মে:
মাতৃহারা হলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। বৃহস্পতিবার রাত ৭ টা ৫৫ মিনিটে ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মাতা বিষ্ণু প্রিয়া দে। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়া নেমে আসে সংবাদ জগতে। গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয় সামনে আসতেই কলকাতা টাটা মেমোরিয়াল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কলকাতায় চলছিল উন্নত চিকিৎসা। কয়েক দিন আগেই আগরতলায় নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ার কারনে ভর্তি করা হয় আগরতলার আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে আজ প্রয়াত হলেন তিনি । মৃত্যু কালে দুই পুত্র, পুত্র বধূ, নাতনি-সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। বড়পুত্র রমা কান্ত দে রাজ্যের বাইরে রয়েছেন। আগামীকাল বিকেলের বিমানে রাজ্যে আসবেন। এরপর শেষকৃত্য সম্পর্ণ হবে। উনার অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব। সম্পাদক রমাকান্ত দে-সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। আগরতলা প্রেসক্লাবে সহ-সম্পাদক কমল চৌধুরী এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন।
Recent Comments