প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ জানুয়ারি,,
সিপিআইএমের ২৪ তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে বুধবার রীতিমতো জনঢল দেখা গেল আগরতলার বুকে। সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে আগরতলা রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত স্থলে উপস্থিতহন রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএমের কর্মী সমর্থকরা। সিপিআইএমের কর্মী সমর্থকদের উপস্থিতিতে ওরিয়েন্ট চৌমুহনির আশপাশ এলাকা রীতিমতো জনবন্ধী হয়ে পড়ে।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
টাউন হলের সামনে দলীয় পতাকা উত্তোলন সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনদিনের কর্মসূচির সূচনা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতা প্রকাশ কারাত, পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি আই এম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তীকালে তারা ওরিয়েন্ট চৌমুহনী জনজমায়েতে উপস্থিত হয়ে ২০২৮ সালে ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন। এই প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক বছর বাদে রাজধানীতে শাসকবিরোধী দলের কর্মী সমর্থকদের রীতিমত জনজোয়ার লক্ষ্য করা গেছে।

Recent Comments