আগরতলা,,২৩ সেপ্টেম্বর,,
সোমবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর এবং কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিস্-র যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী ত্রিপুরা রাবার কনক্লেভ,২০২৪ । এদিন উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, সচিব, অন্যান্য আধিকারিক সহ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও শিল্প সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেন বর্তমান বিজেপি সরকার তাদের শিল্প বান্ধব সরকার এবং এই সরকার তাদের নীতির মাধ্যমে রাবার উৎপাদন বৃদ্ধি ও তার বাণিজ্যিকীকরণে একাধিক প্রকল্পও কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন রাজ্যের শিল্পাঙ্গনে রাবার অত্যন্ত অর্থকরী ফসল রূপে সুপরিচিত, বিগত বহু দশক ধরে রাবার উৎপাদনে ত্রিপুরা দেশের মধ্যে অন্যতম।
Recent Comments