Thursday, July 3, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ! চাঞ্চল্য জনমনে।

আগরতলায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ! চাঞ্চল্য জনমনে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ জুন,,

বিজেপি জোট কেন্দ্রে সরকার গঠনের পর রাজ্যে ফের বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলা হুজ্জতির অভিযোগ উঠছে। মঙ্গলবার রাতে রাজনৈতিক হামলার অভিযোগ উঠেছে আগরতলার শিবনগর এলাকায় । অভিযোগ এলাকার সি পি আই এম কর্মী হিসেবে পরিচিত মনিশ ঘোষের বাড়িতে রাত পৌনে ১১ টায় একদল দুষ্কৃতী হামলা চালায়। ৮ -১০ জনের দুষ্কৃতিকারীরা প্রথমে মনিশ ঘোষের বাড়ির সামনে গালাগাল করে। ইটের টুকরো দিয়ে ঢিল মেরে তার বাড়ির কাচের জানালা এবং দরজা ভেঙে দেওয়া হয়। গেট লাগানো থাকায় তারা বাড়িতে ঢুকতে পারেনি। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে তারা গালাগাল করে এবং রিভলবার দেখিয়ে মনিশ ঘোষকে বাইরে বের হলে গুলি করে হত্যার হুমকি দেয়। পরিবারের লোকজন খবর জানান পূর্ব থানায়। পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হই হট্টগোল শুনে প্রতিবেশীরা বের হয়ে ঘটনার প্রতিবাদ করেন। স্থানীয় লোকজন বের হলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে। মনিশ ঘোষের অভিযোগ শ্যাম দে এবং অরুপ সরকারের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। তিনি এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুস্থ তদন্তের দাবি তুলেছিলেন। অন্যদিকে দলীয় কর্মীর বাড়িতে এই হামলার খবর পেয়ে বুধবার সকালে ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ আরো অনেকে। মানিক সরকার বলেন এই ধরনের ঘটনা বিজেপির দুর্বলতা শক্তির লক্ষণ নয়। তার আগে দিন দিন জনবিচ্ছিন্ন হচ্ছেন তার প্রমাণ এই ধরনের ঘটনায়। মানুষ এগুলি দেখছে এবং এভাবেই চলবে এরকম মনে করার কোনো কারণ নেই।

অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে তৃতীয়বার মোদি সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন দিকে রাজনৈতিক হামলা হুজ্জতির অভিযোগ উঠে আসছে। বক্সনগর, চড়িলাম,উদয়পুর সহ আগরতলার নন্দনগর, বিটারবন, আড়ালিয়া, এবং ইতিপূর্বে ধলেশ্বর সহ শিবনগরের মত এলাকায় রাজনৈতিক হামলার ঘটনা সংঘটিত হচ্ছে। এসব ঘটনায় শান্তিপ্রিয় নাগরিক মহলে শাসকদলের প্রতি কিছুটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments