সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৭ জুলাই,,
আগরতলা শহরে অভিযান চালিয়ে নেশা কারবারীদের কাছ থেকে অত্যাধুনিক পিস্তল এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করল পুলিশ। পুলিশের হাতে ধরা পড়লো শহরের চার কুখ্যাত নেশা কারবারি। শুক্রবার দুপুরে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে নেশা বিরোধী অভিযান হয় আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায়। প্যালেস কম্পাউন্ডে দিগন্ত দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ৮ প্যাকেটে ৯৬ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হয় চায়নায় তৈরি অত্যাধুনিক ৯ এমএম পিস্তল সহ ৩০ রাউন্ড তাজা গুলি। পুলিশ সেখানে বিবন্ত দেববর্মা সহ জয়ন্ত দেবনাথ ,রাজু সাহা ,রবীন্দ্র দেববর্মাকে গ্রেফতার করে।
পুলিশ আটক করে তাদের একটি স্করপিও গাড়ি সহ তিনটি বাইক। দুপুরের পর পূর্ব থানার পুলিশের এই সফল অভিযানের পর সন্ধ্যায় থানাতে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। তিনি বলেন ধৃত চারজন কুখ্যাত নেশা কারবারি। মাদক কারবারে ব্যবহারের জন্যই তারা নিজেদের কাছে অত্যাধুনিক পিস্তল রেখেছিল। পুলিশ এনডিপিএস এবং অস্ত্র আইনের ধারায় তাদের চারজনের বিরুদ্ধে মামলা নিয়েছে। এই ঘটনার তদন্তে রাজধানীতে নেশার কারবার সহ অস্ত্র আমদানির ক্ষেত্রে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Recent Comments