সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১২ নভেম্বর,,
আগরতলায় আদালত চত্বরে মুহুরী খুনের ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ। ধৃত আইনজীবীর নাম গোপাল সিং। খুনের মামলায় পশ্চিম থানার পুলিশ রবিবার সকালে বড়দোয়ালি এলাকা থেকে অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে জানান গত ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে অমিত আচার্য নামে এক মুহুরিকে মারধর করেছিলেন কয়েকজন আইনজীবী । পরবর্তী কালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর মুহুরী অমিত আচার্যের মৃত্যু হয়। সেই ঘটনায় মৃতের পিতার অভিযোগ মূলে পশ্চিম থানার পুলিশ খুনের মামলা নেয়। কিন্তু দীর্ঘদিন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। অবশেষে রবিবার দুপুরে খুনের অভিযুক্তদের মধ্যে অন্যতম গোপাল সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ধৃতকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে আগরতলায় দোকান থেকে ল্যাপটপ চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লো উত্তরপ্রদেশের ব্যক্তি। ধৃতের নাম ইয়াসিন মালিক (৪০)।

তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও সে আগরতলা আড়ালিয়া এলাকায় ভাড়া থাকে। সম্প্রতি সে রাজধানীর আর এম এস চৌমুনি রোড এলাকায় একটি দোকানে কম্পিউটারের যন্ত্রাংশ কিনতে গিয়ে ল্যাপটপ চুরি করে নেয়। দোকান মালিক সেই চুরির ঘটনার অভিযোগ করেন পশ্চিম থানায়। পশ্চিম থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ইয়াসিন মালিককে সনাক্ত করে। রবিবার সকালে আগরতলার চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম থানার পুলিশ ইয়াসিন মালিককে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরির ল্যাপটপ। পুলিশ এই ঘটনায় তদন্ত জারি রেখেছে বলে জানান পশ্চিম থানার ওসির জয়ন্ত দে।
Recent Comments