প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ আগস্ট,,
বাংলাদেশে অস্থিরতার মধ্যেও আখাউড়া স্থল বন্দর দিয়ে দুই দেশের নাগরিকদের যাতায়াত জারি রয়েছে। খবর লেখা পর্যন্ত স্বাভাবিক রয়েছে আখাউড়া স্থলবন্দর সহ উভয় দেশের আশপাশ এলাকার পরিবেশ। সকাল থেকে দেখা গেছে বাংলাদেশ থেকে যেসব বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরায় চিকিৎসা করাতে কিংবা বেড়াতে এসেছিলেন তাদের একাংশ দেশে ফিরে যাচ্ছেন।
একইভাবে ভারতে চিকিৎসা সহ বিভিন্ন কাজে এখনো বাংলাদেশের নাগরিকরা বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করছেন। আখাউড়া স্থল বন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশের নাগরিকরা জানিয়েছেন পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশ থেকে আগত এক পর্যটক জানান বাংলাদেশের রাস্তাঘাটে সেনাবাহিনীর জোয়ান মোতায়েন রয়েছে। তবে কোথাও পুলিশকে দেখা যাচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে দাবি করছেন। তবে বাংলাদেশের পরিস্থিতির নিরিখে আগরতলা আখাউড়া স্থলবন্দর সহ রাজ্যের সীমান্ত এলাকাতে বিএসএফ সহ একাংশে সেনাবাহিনীর কড়া নজরদারি রয়েছে।
Recent Comments