প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ নভেম্বর,,
আগরতলায় ফের আক্রান্ত হলেন সাংবাদিক। রবিবার রাতে আগরতলার সিদ্ধি আশ্রম এলাকায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন চিত্র সাংবাদিক সুজিত আচার্জী। দুষ্কৃতীরা তাকে রাস্তায় আটক করে প্রচন্ডভাবে মারধর করে। রাতের শহরে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার খবর পেয়েই প্রতিবাদে সামিল হন সাংবাদিক মহল। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকরা ছুটে যান আমতলী থানায়। সেখানে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ এই ঘটনায় জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করে সাংবাদিকদের রাস্তায় বসে ধর্না দেন।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
একইভাবে সাংবাদিকের উপর আক্রমণের প্রতিবাদ সহ দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমতলী থানায় ডেপুটেশন দেয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহার নেতৃত্বে থানার ওসির কাছে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
Recent Comments