প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৫ মার্চ,,
রাজ্যে অপরাধীদের সাজার হার বৃদ্ধি করতে পুলিশ আধিকারিক সহ আইনজীবী এবং সংশ্লিষ্ট বিবাহের আধিকারিকদের নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ৮ জেলার জন্য ৮ টি মোবাইল ফরেন্সিক ভ্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন দ্রুত অপরাধ নির্মূলীকরণে আধুনিক ফরেন্সিক ভ্যান এক সূদুর প্রসারী ব্যাবস্থাপনা, বিশেষ করে অপরাধী সনাক্তকরণে এর ব্যাপক প্রয়োগ হবে। প্রসঙ্গত ইতিপূর্বে তিনটি জেলায় মোবাইল ফরেন্সিক ভ্যান সূচনা হয়েছিল। শুক্রবার ৫টি মিলিয়ে রাজ্যের আট জেলায় মোট ৮টি মোবাইল ফরেন্সিক ভ্যানের সূচনা হয়েছে। এই মোবাইল ফরেন্সিক ভ্যান গুলি মোবাইল ক্রাইম ল্যাব হিসেবে বিভিন্ন অপরাধের তদন্ত করার ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। দ্রুত এভিডেন্স কালেকশন অর্থাৎ তথ্য সংগ্রহ সহ সেগুলি বিচার বিশ্লেষণের ক্ষেত্রে এই মোবাইল ফরেন্সিক ভ্যান কাজে লাগানো হবে।
Recent Comments