প্রতিধ্বনি প্রতিনিধি,,বিলোনিয়া,, ২ আগস্ট,,
দু’দিন ধরে মুষলধারে বৃষ্টিতে বানভাসি রয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা। ভারী বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে কৃষি জমি, মানুষের বাড়িঘর এবং রাস্তাঘাট। মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে রতন লাল দাসের বাড়িতে ঘরের উপর উঁচু টিলা থেকে মাটি ধসে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটি এখন সরকারি সাহায্য প্রার্থী হয়েছেন। একইভাবে মহকুমার ছয়ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দিরের সামনে রাস্তায় ধস পড়ে টানা কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। আটকে পরে অ্যাম্বুলেন্স পর্যন্ত। পরবর্তী সময়ে যান চালক এবং স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে মাটি সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়।
শুরুতে প্রশাসনের তেমন কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। দুপুরের পর প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নামে। বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে জল জমে রয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রয়েছে। এর মধ্যেই ক্রমশ বাড়ছে মুহুরী নদীর জল স্তর । বৃষ্টি জারি থাকলে যে কোন সময় ভয়াবহ তৈরি হতে পারে বলে আতঙ্কে রয়েছেন বিলোনিয়া শহর এলাকার জনগণ।
Recent Comments