আগরতলা,,১২ ফেব্রুয়ারি,,
“দুই মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফলে ত্রিপুরা থেকে ধুলিস্যাৎ হয়ে যাবে বিজেপি। নির্বাচিত ফলাফলের প্রথমেই থাকবে বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পরাজয়।”
রবিবার ৬ আগরতলার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের প্রচারে অংশ নিয়ে এই কথা বলেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী অলকা লাম্বা।
তিনি এদিন ভাষণ দিতে গিয়ে বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশে “বম” ফাঠিয়েছেন। “বম” অর্থে ‘ব ‘থেকে বেকারত্ব । ‘ম’ থেকে মেহঙ্গাই অর্থাৎ মূল্য বৃদ্ধি। দেশে বেকারত্ব এবং মূল্য বৃদ্ধি নিয়ে মোদি – শাহকে একহাত নেন কংগ্রেস নেত্রী। পাশাপাশি তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাম কংগ্রেসের জোটের জয় নিয়ে । ৬ আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের সমর্থনে এদিন জিবি বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী অলকা লাম্বা সহ প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত, কংগ্রেস নেতা শ্যামল পাল, নারী নেত্রী কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্যরা। এদিনের সভায় ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
Recent Comments