সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১২ মার্চ,,
সাত মাসের মেয়ে সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন অগ্নিদগ্ধ হওয়ার পর মৃত্যু হলো এক মায়ের। মর্মান্তিক এই ঘটনা সিধাই থানাধীন তুলাবাগান এলাকায়। মৃতার নাম শিপ্রা সরকার (২০)। স্বামীর নাম তপন সরকার। মৃত শিপ্রা সরকারের সাত মাসের একটি দুধের সন্তান রয়েছে। ঘটনার বিবরণে জানা যায় গত ১১ ফেব্রুয়ারি শিপ্রা সরকারের মেয়ের অন্নপ্রাশন ছিল। অনুষ্ঠান বাড়িতে ঘরের ভেতরে রান্নার কাজ করতে গিয়ে আগুন লেগে যায় শিপ্রার শরীরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিপি হাসপাতালে আনা হয়েছিল। কিছুদিন জিবি হাসপাতালে ভর্তি থাকার পর সে কিছুটা সুস্থ হয়ে পড়ে। পরবর্তীকালে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাড়িতে নেওয়ার পর সে আবার অসুস্থ হয়ে পড়ে । ৪ মার্চ তাঁকে পুনরায় জিবি হাসপাতাল এনে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপ্রা সরকারের মৃত্যু হয়েছে।
শিপ্রার মৃত্যুর পর তাঁর দুধের সন্তান এখন মা হারা। শিপ্রার বাবার বাড়ির দিকের তেমন কেউ নেই বলে জানিয়েছেন তাঁর শ্বশুরবাড়ির এক আত্মীয়া । তাঁকে আশ্রম থেকে বিয়ে করেছিল তপন সরকার। স্বামীর বাড়িতে সে সুখে আনন্দই ছিল। কিন্তু দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয় এবং তার মেয়ে সন্তানও মা হারা হয়ে পড়ে।
Recent Comments