প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ মে,,
সিঙ্গাপুরে ওয়াল্ড সিটি প্যারা সুইমিং কম্পিটিশনে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন ত্রিপুরার সমীর বর্মন ও বিনিত রায় । তার মধ্যে বিনীত রায় পদক জয়ী হয়। শুক্রবার বিমানে রাজ্যে ফেরার পর তাকে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তার পরিবারের লোকেরা।
Recent Comments