সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৭ জানুয়ারি,,
ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে কথা বলে রীতিমতো অভিভূত হলেন রাজ্যের প্রবীণ সাংবাদিকদের সংগঠনের অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের এক প্রতিনিধি দল। নেতৃত্ব ছিলেন রাজ্যের বরিষ্ট সম্পাদক সুবল কুমার দে, বরিষ্ট সাংবাদিক শানিত দেব রায়, শেখর দত্ত, বিশ্বেন্দু ভট্টাচার্য, প্রতীক মহালানবিশ, জয়ন্ত দেবনাথ সহ অন্যান্যরা।

মুখ্যত ত্রিপুরার সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, দুই সাংবাদিক হত্যায় দোষীদের সঠিক বিচার সহ আবাসন প্রকল্প এবং সাংবাদিকদের স্বার্থে কিছু দাবি নিয়ে এদিন রাজ্যপালের সাথে দেখা করেন সাংবাদিকদের প্রতিনিধি দল। সেই আলোচনায় রাজ্যপাল সাংবাদিকদের সাথে যথেষ্ট সময় নিয়ে খোলামেলা আলোচনা করেন। দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি কিভাবে রাজ্যের সংবাদ জগৎকে আরো উন্নত করা যায় তা নিয়ে রাজ্যপাল মহোদয় নিজে থেকে একাধিক প্রস্তাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রাজ্যপাল সাংবাদিকদের যে কোন প্রয়োজনে আগামী দিনে তাদের সঙ্গে দেখা করার পাশাপাশি, প্রয়োজনে মাঠে নেমে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্যপালের এই ধরনের প্রাণ খোলা আচরণে সাংবাদিক প্রতিনিধিরা ভূয়সি প্রশংসা করেন।
Recent Comments