আগরতলা,,, ২৩ জুলাই,,,,,
স্মার্ট সিটি আগরতলাতে যানজট মুক্ত করতে জনসচেতনতামূলক কর্মসূচি জারি রেখেছে রাজ্য ট্রাফিক পুলিশ। আগরতলা আশ্রম চৌমুনি থেকে চন্দ্রপুর পর্যন্ত রাস্তায় যান চলাচল মসৃণ রাখতে রবিবার ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চন্দ্রপুর আন্ত রাজ্য বাস টার্মিনাসে। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, ছিলেন চন্দ্রপুর আইএসবিটি-র পরিচালন কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিক সহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব। আলোচনা চক্রে আগরতলা স্মার্ট সিটিকে যানজট মুক্ত এবং দুর্ঘটনা মুক্ত করতে বেআইনি পার্কিং বন্ধে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান এসপি সাহেব। একইভাবে যান চালকদের আবেদন জানানো হয় ব্যস্ততম সড়কের যেখানে সেখানে যানবাহন না দাঁড় করিয়ে ট্রাফিক আইন পালন করার। অন্যথায় ট্রাফিক পুলিশ খুব শীঘ্রই মাঠে নেমে বেআইনি পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে চন্দ্রপুর আইএসবিটি-র চেয়ারম্যান বিশ্বজিৎ রায় এদিনের আলোচনা চক্রে চন্দ্রপুর থেকে আশ্রম চৌমনী পর্যন্ত রাস্তার দুই পাশে বেআইনি ট্রাক পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে আর্জি জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে মোটর শ্রমিকদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য নিয়ছিল।
Recent Comments