সংবাদ প্রতিনিধি,, ২ ফেব্রুয়ারি,,
লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে কিছু নতুন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাজেট বক্তৃতায় মোদি সরকারের সাফল্য তুলে ধরলেন বৃত্ত মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন কর্মসংস্থান তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি, কৃষক, যুবক, দেশের মহিলাদের অগ্রগতিতেও জোর দিয়ে বাজেট তৈরি করা হয়েছে।
বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে রয়েছে
২ কোটি মহিলাকে অর্থনৈতিক ক্ষমতায়ন করে লাখপতি করার(লাখপতি দিদি’) লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ্যমাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।* দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। * ধর্মীয় পর্যটনে জোর দেওয়া হবে। * রেলের ৪০ হাজার সাধারণ কামরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। মেট্রোরেলের উন্নয়ন করা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ কোটি ঘড় দেওয়া হবে। * প্রধানমন্ত্রী কৃষি যোজনায় ১০ লক্ষ কর্মসংস্থার তৈরি হয়েছে। * আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চিকিৎসায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল। * ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের। * ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে। ১ কোটি পরিবারকে মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। * দেশের পূর্বাঞ্চলকে আরো উন্নত করতে বিশেষ নজর দেওয়া হবে। প্রসঙ্গত একনাগারের ষষ্ঠবার বাজেট পেশ করে দেশে দেশে নতুন নজির তৈরি করলেন নির্মলা সীতারমন। এর আগে অনেকেই সর্বোচ্চ পাঁচ বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন। যদিও এবারের বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা রয়েছে। অন্তর্বর্তীকালীন এই বাজেটে তেমন কোন চমক নেই বলেই সমালোচকদের অভিমত।
Recent Comments