Sunday, January 12, 2025
Google search engine
Homeআন্তর্জাতিক সংবাদশহীদ সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা: সুষ্ঠু বিচার চেয়ে হুংকার সাংবাদিকদের।

শহীদ সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা: সুষ্ঠু বিচার চেয়ে হুংকার সাংবাদিকদের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ নভেম্বর,,

বৃহস্পতিবার ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে স্মরণ করা হলো শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। ৭ বছর আগে ২০১৭ সালের ২১শে নভেম্বর আর কে নগর টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর কার্যালয়ে ডেকে নিয়ে খুন করা হয়েছিল সাংবাদিককে। স্যান্দন পত্রিকায় খবর প্রকাশের অপরাধে সেই পত্রিকার সিনিয়র সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে সরকারি টিএসআর-র এ কে ৪৭ রাইফেল থেকে গুলি করে খুন করেছিলেন বাহিনীর কমান্ডেন্ড তপন দেববর্মা। সাংবাদিক খুনে তপন দেববর্মার সঙ্গে আরও একাধিক টি এস আর জোয়ান জড়িত ছিলেন। ষড়যন্ত্রে জড়িত ছিলেন অজানা বহু লোক। সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের ৭ বছর বাদেও সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়নি। সুদীপ দত্ত ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ জানান রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রবীণ সম্পাদক সুবল কুমার দে, প্রণব সরকার, শানিত দেবরায় সহ অন্যান্যরা। সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার চেয়ে রাজ্যের সাংবাদিকরা আগামী দিনেও আন্দোলন জারি রাখবেন বলে হুমকি দিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments