প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৮ আগস্ট,,
কালী মূর্তি ভাঙ্গার অভিযোগে সন্ত্রাসের শিকার রানিরবাজার দুর্গানগরের সংখ্যালঘু মুসলিমদের পাশে দাঁড়ালো মহারাজের প্রদ্যুৎ কিশোরের তিপড়া মথা দল। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে রানিরবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মথার মাইনোরিটি সেল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলম, নাজিরুল ইসলাম সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান শাহ আলম বলেন মন্দিরে কালি মূর্তি ভাঙ্গার অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে রানীবাজার দুর্গানগরে সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে। ১৮ থেকে ১৯ টি মুসলিম পরিবারকে সর্বস্বান্ত করা হয়েছে। তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। গবাদি পশু পুড়িয়ে মারা হয়েছে। রেহাই দেওয়া হয়নি ছয় মাসের শিশু সন্তান এবং বৃদ্ধদের। সেই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের নাম দিয়ে অভিযোগ করলেও তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। মথার তরফে মন্দিরে কালী মূর্তি ভাঙ্গার ঘটনার সুষ্ঠু তদন্ত সহ মুসলিম পরিবারে হামলার ঘটনায় তদন্তক্রমে দোষীদের শাস্তি ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে।
মেবার কুমার জমাতিয়া বলেন তিপড়া মথা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সর্ব ধর্মের লোকেদের সহাবস্থান কামনা করে। এই রাজ্যে এই ধরনের হিংসার ঘটনাকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন বলে মেবারবাবু জানিয়েছেন। শাহ আলম আরো বলেন বর্তমান সময়ে তিপরা মথার এক প্রতিনিধিদল রানির বাজার দুর্গানগরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চাইছে। কিন্তু পুলিশ মথাকে সেখানে যেতে অনুমতি দিচ্ছে না। আগামী দিনে তিপড়া নেতৃত্ব রানির বাজারে ক্ষতিগ্রস্তদের কাছে মহারাজের আর্থিক সাহায্যে পৌঁছে দিবেন বলে জানিয়েছেন। একইভাবে তিপড়া নেতৃত্ব ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে রয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। মেবার কুমার জমাতিয়া বলেন বন্যার পর থেকেই মথার ভলেন্টিয়াররা দূর্গতদের পাশে রয়েছে। তাছাড়া খুব শীঘ্রই এই বিষয়ে দলীয়ভাবে বড় ঘোষণা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
Recent Comments