সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২২ নভেম্বর,,
রাজধানীর বুকে ক্রমবর্ধমান চুরি কাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেলে পূর্ব থানার পুলিশ। ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে ১২জনকে গ্রেফতার করল পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে ৪১টি সিলিং ফ্যান সহ দুটি জলের মোটর এবং বিপুল পরিমাণ চুরির সামগ্রী ।

বুধবার সন্ধ্যায় পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার। উপস্থিত ছিলেন সদর এসডিপিউ দেবপ্রসাদ রায় এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
এসপি ডাক্তার কিরন কুমার জানান ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের চুরির অভিযোগ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুল থেকে ৪৭ টি সিলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে মামলা নিয়ে তদন্ত শুরু করে পূর্ব থানার পুলিশ। পর দিনই আগরতলার ঝুলন্ত ব্রিজ এলাকা থাকে গ্রেপ্তার করা হয় চুরি-কাণ্ডে মুখ্য অভিযুক্ত ভানু দেবনাথকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চুরির ঘটনায় জড়িত আরো ১১ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে আগরতলা মহারাজগঞ্জ বাজার লালমাটিয়াতে অবস্থিত একটি ভাঙ্গার- এর দোকান থেকে সিলিং ফ্যান এবং অন্যান্য চুরির মালামাল উদ্ধার হয়। পুলিশের দাবি রাজধানীতে সাম্প্রতিক কালের একাধিক চুরির ঘটনায় তারা জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের আগামীকাল আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। চুরির মামলায় একসঙ্গে ১২ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ চুরির মালামাল উদ্ধারের ঘটনায় নাগরিক মহলে কিছুটা স্বস্তি রয়েছে।
Recent Comments