আগরতলা,,৯ ডিসেম্বর,,
গত বেশকিছুদিন ধরে শহরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি এবং গত ৩রা ডিসেম্বর বনমালীপুর কেন্দ্রের কংগ্রেস নেতা বিশ্বজিৎ সাহার দোকানে বিজেপি আশ্রিত গুন্ডারা হামলা করে ও তার দোকানের কাষ্টোমারের উপরও আঘাত করে । মামলা করার পর এখনো আসামি গ্রেফতার করেনি পুলিশ । এই নিয়ে আজ সদর পুলিশ আধিকারিকের কাছে কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন।
ডেপুটেশনের নেতৃত্ব দেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, পিসিপি সদস্য জয়দ্বীপ রায় বর্মণ, মহিলা সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।
Recent Comments