প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ অক্টোবর,,
রক্তদানে ত্রিপুরায় রেনেসাঁস তৈরি হয়েছে। উৎসবের মেজাজে মানুষ রক্ত দান করেন। রক্তদানের মাধ্যমে এক পরিবারের সাথে আরেক পরিবারের রক্তের সম্পর্ক তৈরি হয়। রক্ত দান করলে রক্ত দাতার নিজেরও শারীরিক উপকার হয়। রক্ত দান করলে স্ট্রোকের হওয়ার প্রবণতা কম থাকে। রক্তদান করা আমাদের সমাজিক দায়িত্ব। জীবন রক্ষায় রক্তদানের কোনো বিকল্প নেই। মঙ্গলবার ভারতে ট্রান্সফিউশান মেডিসিনের জনক হিসেবে খ্যাত চিকিৎসক প্রফেসর ডাঃ জয় গোপাল জলীর জন্মদিন উপলক্ষ্যে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। যারা নিয়মিত রক্ত দান করেন তাদেরকে পুরস্কৃত করার অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
Recent Comments