সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১০ মার্চ,,
আগরতলা মেলারমাঠ এগিয়ে চলো সংঘের মহিলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয় রবিবার। ক্লাব গৃহের কনফারেন্স হলে এক নম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন হয়। এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ওপেন আমন্ত্রণ মূলক ক্রিকেট প্রতিযোগিতায় অন্যান্য বছর ন্যায় এবছর ও অংশগ্রহণ করবে এগিয়ে চলো সংঘ।
Recent Comments