আগরতলা,, ৭ ফেব্রুয়ারি,,
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার আগরতলায় পদযাত্রা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব সহ ত্রিপুরা প্রদেশের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস।
এদিন আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে থেকে পদযাত্রায় শামিল হন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে তিনি তুলসীবতী স্কুলের সামনে হয়ে আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রম করেন এবং সবশেষে রবীন্দ্রভবনের সামনে জনসভায় উপস্থিত হন।
সেখানে তিনি কিছুক্ষণ ভাষণ রাখেন। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন এবং ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন। এই দিনের পদযাত্রা এবং সমাবেশে ব্যাপক জনসমর্থন লক্ষ্যনিয়ছিল।
Recent Comments