সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৫ নভেম্বর,,
শালিকাকে নিয়ে ইয়ার্কির জেরে এক বন্ধুকে খুন করল আরেক বন্ধু। ঘটনা কমলাসাগর থানাধীন দেবীপুর চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম জনেশ মুন্ডা(২৮)। শনিবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের তদন্তকারী দল কমলাসাগর থানাধীন দেবীপুর চা-বাগান এলাকা থেকে গণেশ মুন্ডার মৃতদেহ উদ্ধার করে। জনেশ মুন্ডাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু ভক্ত মুন্ডাকে।

পুলিশ তদন্তের বিবরণ, জনেশ মুন্ডা এবং ভক্ত মুন্ডা একে অপরের বন্ধু । বৃহস্পতিবার দুই বন্ধু মিলে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফিরে রাত বারোটার পর তারা দেবীপুরে একটি গমের গুদামে প্রচন্ড মদ্যপান করে। সেই মদের আসরে একজন আরেকজনের শালিকাকে নিয়ে ইয়ার্কি কররে। এনিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা এবং মারপিট শুরু হয়। এক সময় ভক্ত মুন্ডা ইট নিয়ে জনেশ মুন্ডার মাথার পেছনদিকে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জনেশ মুন্ডার। বন্ধুকে খুনের পর ভক্ত মুন্ডা মৃতদেহ টেনে নিয়ে চা বাগানের জঙ্গলে ফেলে দেয়।
স্থানীয়দের বিবরণ পরদিন শুক্রবার খুনি বন্ধু ভক্ত মুন্ডা নিজেই মৃতদেহ জঙ্গলে পড়ে থাকার বিষয়ে জানায় মৃতের পরিবার এবং পুলিশের কাছে। তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হয় এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কমলাসাগর থানার পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বন্ধু খুনের কথা স্বীকার করে ভক্ত মুন্ডা। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জঙ্গল থেকে উদ্ধার হয় জনেশ মুন্ডার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে দেবীপুর চাবাগান এলাকায় চাঞ্চল্য রয়েছে।
Recent Comments