প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ১৯ এপ্রিল,,
“আমি ভোট দিয়েছি দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। ” নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের ভাজপা প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এদিন সকালে নিজের বাড়িতে মায়ের আশীর্বাদ নিয়ে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যান।

মন্দিরে গিয়ে তিনি মন্দিরে পূজা দেন এবং পরে নিজের ভোট দান কেন্দ্র উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন “আমি ভোট দিয়েছি দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য।” তিনি বলেন “আমি আশা করি ত্রিপুরার সমস্ত নাগরিক এক যোগে বের হয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং ১০০ শতাংশ ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদিকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী করবেন।”
রাজ্যে ভোটদান প্রক্রিয়াকে প্রহসন হিসেবে অভিযোগ করেছিলেন বিরোধীদলের প্রার্থী আশীষ কুমার সাহা। সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের উত্তরে বিপ্লব কুমার দেব বলেন “ওদের কাছে লোক নেই, মানুষ ওদের সাপোর্ট করছে না। কংগ্রেস সিপিআইএমের অনৈতিক জোট, ত্রিপুরায় ৫০ বছর যাবত এরাই লুটতরাজ চালিয়েছে। এরা গণবর্জিত। তারা মানুষের সঙ্গ পাচ্ছে না বলে উৎসবের দিনকে বদনাম করছে।” মানসিক অবসাদের বহিঃপ্রকাশে বিরোধীরা এই ধরনের অভিযোগ করছেন বলে বিপ্লব কুমার দেব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
Recent Comments