Tuesday, December 24, 2024
Google search engine
Homeত্রিপুরার খবর"বিকশত ত্রিপুরা" নির্মাণই আমাদের লক্ষ্য : পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।

“বিকশত ত্রিপুরা” নির্মাণই আমাদের লক্ষ্য : পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২১ জানুয়ারি,,

১৯৭২ সালের ২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল। রবিবার ২১ জানুয়ারি ২০২৪ ত্রিপুরার ৫২ তম পূর্ন রাজ্য দিবস পালিত হয়েছে। আগরতলা রবীন্দ্র ভবনে তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুনরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী , টিঙ্কু রায় এবং সান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ১৯৭২ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ত্রিপুরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়। ত্রিপুরার রাজারা অনেকভাবে ত্রিপুরাকে উন্নত করে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন ২০১৪ সালে মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার রেল যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা উপহার দিয়েছেন। ডাবল-ইঞ্জিন সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছরে জনজাতি কল্যাণ সহ সবক্ষেত্রেই উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে ত্রিপুরায়। বিকশত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে এগিয়ে চলছে সরকার। এদিনের অনুষ্ঠানে রাজ্যের কয়েকজন বিশিষ্ট লেখক, সাহিত্যিক এবং শিক্ষাবিদকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments