সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৭ সেপ্টেম্বর,,
বিএসএফ এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রাজধানী সংলগ্ন চারিপাড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নেশা সামগ্রী। বুধবার রাতে এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডাক্তার কিরন কুমার। সূত্রের খবর নিশ্চিতপুর বিএসএফ কোম্পানির ৪২ নাম্বার বিওপির বিএসএফ জওয়ানদের গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার চারিপাড়া মিলন মিয়ার বাড়িতে অভিযান চলে। অভিযানে মিলন মিয়ার ঘর থেকে ৬২ গ্রাম হেরোইন, ৯০০ ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণে মাদক কারবারে ব্যবহৃত ছোট কৌটা এবং নগদ টাকা উদ্ধার হয়।
পরবর্তীকালে খবর পেয়ে সেখানে ছুটে যান পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার। ছিলেন আমতলী থানার পুলিশ আধিকারিক রঞ্জিত দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাস গুপ্ত। যারা পুলিশ সুপারের বিবরণ অনুযায়ী উদ্ধারকৃত মাদক সামগ্রীর বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। পুলিশ মাদক সামগ্রি বাজেয়াপ্ত করে মিলন মিয়াকে এনডিপিএস মামলায় গ্রেফতার করেছে।
Recent Comments