প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ জুন,,
বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভালবাসার প্রতিক হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫০০ কেজি ‘কুইন’ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আখাউড়া স্থলবন্দর হয়ে বিশ্বখ্যাত ত্রিপুরার ‘কুইন’ আনারস ভর্তি লরি এদিন সড়ক পথে বাংলাদেশ রওনা হয়েছে । আগরতলা আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরের গেইটে বাংলাদেশ আধিকারিকদের কাছে আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট তুলে দেন ত্রিপুরা সরকারের কয়েকজন প্রশাসনিক আধিকারিক।
ত্রিপুরা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যানপালন অধিদপ্তরের সহকারি অধিকর্তা দীপক বৈদ্য সহ অন্যান্যরা। সহকারি অধিকর্তা দীপক বৈদ্য বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উদ্যোগে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্য এই আনারস গুলো পাঠানো হচ্ছে। তিনি আরো জানান এদিন ১০০ টি প্যাকেটে ৫০০ কেজি কুইন আনারস বাংলাদেশ পাঠানো হয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন ৭৫০ গ্রাম। প্রতিটি প্যাকেটে ৬টি করে আনারস রয়েছে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে বাংলাদেশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের বিশ্বখ্যাত ‘কুইন’ আনারস পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো মধুর হবে বলে আশা করা হচ্ছে।
Recent Comments