Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবরবাংলাদেশে অস্থিরতা ! ত্রিপুরায় সফর বিএসএফের ডিজির; বৈঠক করলেন পুলিশ মহা নির্দেশকের...

বাংলাদেশে অস্থিরতা ! ত্রিপুরায় সফর বিএসএফের ডিজির; বৈঠক করলেন পুলিশ মহা নির্দেশকের সঙ্গে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,, ৭ আগস্ট,,

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় ঝটিকা সফরে এলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফের মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী । বুধবার সকাল ১০:৪৫ মিনিট নাগাদ তিনি বিমানে আগরতলা এমবিবি এয়ারপোর্টে আসেন। ডিজি দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে ছিলেন এডিজি রবি গান্ধী। আগরতলা এয়ারপোর্টে ডিজিকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা সদরের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।। পরবর্তীকালে শালবাগান বিএসএফ ত্রিপুরা সদর দপ্তরে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন বিএসএফ ডিজি সহ অন্যান্য আধিকারিকরা।

বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কঠোর নজরদারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরবর্তীকালে বিএসএফ মহা নির্দেশক, ত্রিপুরা পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং গোয়েন্দা মহা নির্দেশক অনুরাগ ধনখরের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিনই তিনি ত্রিপুরা থেকে ফিরে গেছেন বলে জানা গেছে।প্রসঙ্গত বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর এখনো অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়নি। বাংলাদেশে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর শাসন চলছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্লার চরম অবনতি রয়েছে। অস্থির পরিস্থিতিতে অনেকে দেশ ছেড়ে ভারতে চলে আসতে চাইছেন বলে খবর। এই অবস্থায় ত্রিপুরা সহ ভারতের বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি রয়েছে। এই পরিস্থিতিতে বিএসএফের মহানির্দেশক পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে আসলেন এবং পরিস্থিতি খোঁজখবর নিয়ে গেলেন। সীমান্তে যেকোনো ধরনের গতিবিধি নিয়ন্ত্রণে বিএসএফ তৈরি রয়েছে বলে জানা গেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments