প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,,২৮ মে,,
বদরপুরে রেললাইনে ধস পড়ে ফের ব্যাহত রাজ্যের স্বাভাবিক রেল চলাচল। রেললাইনে ধস পড়ে বদরপুর থেকে দুই পাশে রেল চলাচলা আটকে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে আগরতলা থেকে রওনা হওয়া বিভিন্ন দূরপাল্লার রেল বদরপুর থেকে ফিরে আসছে আগরতলায়। হামসফর এক্সপ্রেস মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় আগরতলা রেল স্টেশন থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুপুর একটায় এই রেল বদরপুর পৌঁছায়। ধস পরে রেললাইন বন্ধ আছে বলে রেল সামনে এগোতে পারেনি। দীর্ঘক্ষণ সেখানে রেল আটকে থাকে এবং যাত্রীরা রেলে প্রচন্ড সমস্যায় রয়েছেন ।

দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিকাল ৪টা নাগাদ এই ট্রেন মুখ ঘুরিয়ে ফের আগরতলার দিকে রওনা হয়েছে। আগরতলা রেলস্টেশন সূত্রের খবর সোমবার রাত ১টার পর থেকে যে সব দূরপাল্লার ট্রেন বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেগুলির অধিকাংশই আগরতলায় ফিরে আসছে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে বলেও খবর। যাত্রীবাহী রেলের পাশাপাশি পণ্যবাহী রেল পরিষেবাও কিছুটা ব্যাহত রয়েছে।



Recent Comments