প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ আগস্ট,,
বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে সুচেতন ভট্টাচার্য। জানা গেছে ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি । এছাড়াও শরীরে আরো অনেক জটিলতা ছিল। টানা ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়িতে এসেছিলেন।বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন বলে জানা গেছে।
Recent Comments