প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ আগস্ট,,
৯ আগস্ট প্রয়াত হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট চিত্র সাংবাদিক ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুশান্ত দাস । শনিবার চিত্র সাংবাদিক সুশান্ত দাসের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করলো ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিকের স্ত্রী এবং একমাত্র কন্যা। ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে , ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা সহ অন্যান্যরা। চিত্র সাংবাদিক সুশান্ত দাসের অকাল মৃত্যুতে উপস্থিত সদস্যরা গভীর শোক ব্যক্ত করেন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
Recent Comments