সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২০ অক্টোবর,,
ষষ্ঠীর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হলো রাজধানীর কর্নেল চৌমুহনী যুব সংস্থার দূর্গা পূজার। এবছর কর্নেল চৌমুহনী যুব সংস্থা তাদের ৫৫ তম দুর্গোৎসবের আয়োজন করেছে। ষষ্ঠীর সন্ধ্যায় দূর্গা পূজা মন্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । পাশাপাশি আগরতলা পুর নিগমের শতাধিক কর্মীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। কার সভাপতি শম্ভুনাথ রক্ষিত বলেন এ বছর প্রতিমা থেকে শুরু করে মন্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। তিনি রাজ্যবাসীকে পূজা মন্ডপে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্যদিকে শুক্রবার ষষ্ঠীর সন্ধ্যায় খয়েরপুরে পরপর পাঁচটি পূজার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী। পশ্চিম নোয়াবাদী ভিগোরাস ক্লাবের পূজা উদ্বোধন করে তিনি ক্লাব এবং পূজা উদ্যোক্তাদের বস্ত্র বিতরণের মতো সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি সার্বজনীন দুর্গোৎসবে এলাকার সমস্ত অংশের নাগরিকদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
Recent Comments