সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৫ মার্চ,,
লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে হঠাৎ করে বেড়ে গেছে অপরাধের ঘটনা। খয়েরপুরে ডাকাতি সহ উষা বাজার এলাকায় বেড়ে গেছে অস্ত্রের আস্ফালন। বেড়েছে চুরি, ছিনতাই, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সহ একাধিক হামলা হুজ্জতির ঘটনা। খোদ শহরের বুকে নেতাজি চৌমুনিতে নিগ্রহের শিকার হচ্ছেন মহিলারা।
পর পর এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ নাগরিক মহলের একাংশ। ক্রমবর্ধমান অপরাধের ঘটনা ঠেকাতে এবার পশ্চিম জেলায় সন্ধ্যার পর নিরাপত্তা টহলে নামানো হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। শনিবার রাতে খয়েরপুরে ডাকাতির পর রবিবার থেকেই বিভিন্ন স্থানে টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন থানা পুলিশের নেতৃত্বে চলছে এই নিরাপত্তা টহল।

ভোটের মুখে পশ্চিম জেলায় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের নির্দেশে এই টহল শুরু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের দাবি রবিবার থেকেই মাঠে নামানো হয়েছে অতিরিক্ত টিএস আর এবং সিআরপিএফ এর মতো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের। সোমবার বিকেল থেকে এনসিসি মহকুমার সহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের নিয়ে পুলিশ ফ্ল্যাগ মার্চ করে। পুলিশের একটি সূত্রের দাবি নির্বাচনের মুখে পশ্চিম জেলার আইন-শৃঙ্খলা কিছুটা অস্থির হয়ে পড়েছে। এই অস্থিরতা কাটাতেই আধা সামরিক বাহিনী সহ পুলিশের নিরাপত্তা টহল।
Recent Comments