আগরতলা,, ৬ নভেম্বর,,
দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটারে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন “মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমি আমাদের দুই দেশের সম্পর্ককে আরও মজবুত এবং গভীর করার জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।” ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকান রাষ্ট্রপতি হওয়ার পর ভারত-আমেরিকা সম্পর্ক আরো উন্নত হবে বলে ই কূটনৈতিক মহলের দাবি। কারণ ট্রাম্প এবং মোদির মধ্যে সুসম্পর্ক ছিল এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
Recent Comments