প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ সেপ্টেম্বর,,
দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো শাহজাহান মিয়া (২২) নামে এক যুবকের। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে জিরানিয়া থানার এনআইটি রোডে। মৃত শাজাহান মিয়ার বাড়ি পশ্চিম নোয়াবাদী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শাহজাহান মিয়া একটি তিন চাকার অটোতে রড উঠা আমার কাজে গিয়েছিল। চালক গাড়িতে ওভার লোড নিয়েছিল । এনআইটি রোডে রাস্তায় অটো ঝাঁকুনি খেলে ভারী ওজনের রড উপর থেকে খুলে নিচে পড়ে যায়। সেই রডের নিচে চাপা পড়ে শাজাহান মিয়ার মাথা । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শাজাহান মিয়া এলাকাতে খুব ভালো এবং সহজ সরল ছেলে হিসেবে পরিচিত ছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাতে গভীর শোকের ছায়া রয়েছে।
Recent Comments