প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২০ আগস্ট,,
ত্রিপুরার একটি আসনে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত তালিকায় ত্রিপুরায় বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হয়েছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে। ত্রিপুরা সহ এদিন দেশের ৮ রাজ্যে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করে বিজেপি। রাজ্য থেকে রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পর নিজের সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।
যদিও সকাল থেকে বিজেপি রাজ্যসভা সংসদ পদে সুবল ভৌমিক সহ কয়েকজনের নাম সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছিল। অবশেষে সন্ধ্যায় চূড়ান্ত এবং নিশ্চিত তালিকা প্রকাশিত হয়েছে।
Recent Comments