Home জাতীয় খবর ত্রিপুরার নতুন মন্ত্রী কিশোর বর্মন; শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

ত্রিপুরার নতুন মন্ত্রী কিশোর বর্মন; শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

0
3

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ জুলাই,,

বৃহস্পতিবার ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি বিধায়ক কিশোর বর্মণ । কিশোর বর্মন ত্রিপুরার নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বৃহস্পতিবার তিনি রাজভবনে মন্ত্রী পদে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য ,বিধায়ক অন্যান্য অতিথিরা। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর কিশোর বর্মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার ক্ষেত্রে একসাথে ময়দানে লড়বেন এবং ত্রিপুরাকে ভারত তথা বিশ্বের দরবারে এক শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের সর্বদা কাজ করবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here