Tuesday, October 21, 2025
Google search engine
Homeজাতীয় খবরতেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু কর্তা:খুশির হাওয়া রাজ্যে।

তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু কর্তা:খুশির হাওয়া রাজ্যে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৮ জুলাই,,

তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন। শনিবার রাতে ভারতের মহামান্য রাষ্ট্রপতি যীষ্ণু দেববর্মণকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। সিপি রাধা কৃষ্ণান এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এখন মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। এছাড়াও এদিন পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ছত্রিশগড় সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপালের পদে অদল বদল করা হয়েছে।

প্রসঙ্গত যীষ্ণু দেব বর্মন রাজ্য বিজেপির অন্যতম নেতা হিসেবে পরিচিত। ২০১৮ সালে চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকেটে বিধায়ক হয়েছিলেন। তবে বিধায়ক হওয়ার আগেই তাকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল তৎকালীন বিজেপি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যীষ্ণু দেব বর্মন চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। কিন্তু তারপরও প্রদেশ বিজেপি সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার গুরুত্ব কমেনি। সূত্রের দাবি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে যীষ্ণু দেব বর্মনকে এবার তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল করা হয়েছে। যীষ্ণু দেব বর্মন তেলেঙ্গানার রাজ্যপাল ঘোষণা হওয়ার পর রাজ্যের জনজাতি সহ বিভিন্ন অংশের মধ্যে বিশেষ উৎসাহ রয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments