সংবাদ প্রতিনিধি,,তেলিয়ামুড়া,, ১০ ফেব্রুয়ারি,,
শনিবার সকালে তেলিয়ামুড়া মহকুমায় রেল লাইনের পাশে এক বন্য হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে রেলের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়েছে । কিন্তু উদ্ধার মৃত হাতির মূল্যবান একটি দাঁত গায়েব রয়েছে। ফলে বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি.এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়।
ডি.এম পাড়া রেললাইনে ১৬৩ নম্বর পিলারের পাশে শনিবার সকালে হাতির মৃতদেহ উদ্ধারের খবর পান বন বিভাগের কর্মীরা।তেলিয়ামুড়া মহকুমায় অনেকদিন যাবতই বন্য দাঁতাল হাতির সমস্যা রয়েছে। বন্য হাতির পাল দীর্ঘদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে মানুষের কৃষি জমি এবং বাড়িঘরে হামলা করে। বন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ রূপে ব্যার্থ তেলিয়ামুড়া বনদপ্তর । এর মধ্যেই শনিবার সকালে রেলের ধাক্কায় মৃত্যু হয় মাঝারি আকৃতির বন্যহাতির মৃত্যু হয়। কিন্তু হাতির মৃত্যুর পরেই মূল্যবান দাঁত উধাও হয়ে যাওয়াতে গোটা বিষয়টা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তেলিয়ামুড়া ফরেস্ট বিট অফিসার তপন সাহার নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Recent Comments