সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৫ অক্টোবর,,,
রাজ্যের প্রধান জিবি হাসপাতালের আশপাশ এলাকাকে নেশা মুক্ত রাখতে ধারাবাহিক অভিযান শুরু করেছে জিবি ফারি থানার পুলিশ। গত তিন দিন যাবত চানমারি, জিবি বাজার, নন্দনগর সহ বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান চলছে। সেসব অভিযানে বেআইনিভাবে মজুদকৃত প্রচুর পরিমাণ বিলাতী মদ এবং কৌটা বিক্রেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। রবিবার রাতেও এই ধরনের একটি অভিযান চলে চানমারি এলাকাতে বাপি দাসের বাড়িতে। সেখানে ঘরের মধ্যে লুকানো অবস্থায় ৮০ বোতল বিলাতী মদ উদ্ধার করা হয়। শনিবার অভিযান হয়েছিল কুমারী টিলার রঞ্জিত দাসের বাড়িতে।
ফাড়ি থানার ওসি রাজু বৈদ্য জানান বিলাতি মদের পাশাপাশি হেরোইন এবং ব্রাউন সুগারের বিরুদ্ধেও অভিযান জারি রয়েছে। দুর্গাপূজার দিনগুলোতে যাতে অবৈধ নেশা কারবারীদের মাধ্যমে কোনভাবে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট না হয় তার জন্য পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি দাবি করেছেন।
Recent Comments